নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সড়ক দূঘর্টনায় আহত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার স্টাফ রিপোর্টার মীর আবু বক্করকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে গেলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে যান এবং আহত সাংবাদিক মীর আবু বক্কর এর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সাতীরা সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়েত, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নুর ইসলাম, সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমান, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, ডা. প্রবীর কুমার মুখার্জী, সদর প.প কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত ডা. সাইফুল্লাহ আল-কাফী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী আমিনুর রহমান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আগরদাঁড়ি প্রতিনিধি এস.এম আবুল কালাম আজাদ, শ্যামনগর প্রতিনিধি হাজী মুরাদ প্রমুখ।
সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিককে দেখতে গেলেন এমপি রবি
পূর্ববর্তী পোস্ট