
নিজস্ব প্রতিবেদক:
স্ত্রী নিয়ে ঘুরতে বের হয়ে ফিল্মি স্টাইলে অপহৃত হলেন কাজী রাশেদুর রহমান (২১)। গতকাল শুক্রবার বাঁকালের ডিসি ইকো পার্কে বিকাল ৬টার দিকে এ ঘটনাটা ঘটে।
অপহৃতের স্ত্রী আঞ্জুয়ারা আক্তার মিম জানান, “আজ শুক্রবার আমার বোন আমার বাসায় বেড়াতে আসায় তাকে নিয়ে স্বামী সহ বিকালে ঘুরতে বের হই। ঘুরতে ঘুরতে ডিসি ইকোপার্কে কিছুক্ষণ বসি। এ সময় আমার শ্বশুর কাজী সাইুদর রহমানের যোগসাজশে কমিশনার জাহাঙ্গীর হোসেন(কালু)র ছেলে সাকিবের নেতৃত্বে মনু, জাকির, সোহেল সহ অজ্ঞাত আরও ৪-৫জন এসে জোর করে রাশেদকে তুলে নিয়ে যায়। তারপর থেকে এখনও রাশেদের খোঁজ পাচ্ছিনা আমি। অপরদিকে ০১৯৯৯ ৬২১৮৫২ এই নাম্বার থেকে বেশ কয়েকবার ফোন দিয়ে আমাকে উল্টো হুমকি ধামকি দিয়ে বলা হচ্ছে ‘রাশেদ কই? ওরে নিয়ে ভোমরায় ইয়াবা আনতে গেছিলি।’ পরে বেশি বাড়াবাড়ি না করতে হুমকি দিয়ে ফোন কেটে দেয়। এর আগেও বহুবার আমার স্বামীকে এভাবে তুলে নিয়ে যায় আমার শ্বশুর। পরিবারের অমতে বিয়ে করায় এসব কান্ড করছেন তিনি। আমি তিন মাসের অন্তঃস্বত্তা। এ অনিশ্চয়তায় কি করব ভাবতেও পারছিনা।”