জাতীয় ডেস্ক:
শিক্ষা প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে চাকরির ভুয়া নিয়োগপত্র প্রদানের প্রতারণা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে রংপুর র্যাব-১৩। বৃহস্পতিবার গভীর রাতে পঞ্চগড় জেলা সদর থেকে জ্যোতিস চন্দ্র রায় (৩৮) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি র্যাবকে জানায়, পঞ্চগড় জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার সহজ-সরল মানুষদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। জ্যোতিস নিজ এলাকা পঞ্চগড়সহ দিনাজপুরের বিভিন্ন থানার মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিতেন।
অভিযুক্ত দিনাজপুর সদরের আজিজুল ইসলামের পুত্র মো. মাসুদ আলীকে (৩৯) চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধাপে ৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে শিক্ষাপ্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে একটি ভুয়া নিয়োগপত্র দেন। নিয়োগপত্রটি ভুয়া বুঝতে পেরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, কোতয়ালী, দিনাজপুরে একটি প্রতারণা মামলা দায়ের করেন ভুক্তভোগী। এরপর র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে।