প্রেস বিজ্ঞপ্তি: তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে, স্বপ্নের পথে যুব ও নারী বান্ধব স্পেসের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় স্বপ্নের পথে যুব ও নারী বান্ধব স্পেসের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাইলা পারভীন সেজুঁতি। উক্ত কুইজ প্রতিযোগিতায় ১৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন। বর্তমান বিষয়ের উপর ভিত্তি করে ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার প্রশ্নাবলী প্রদান করা হয়। অংশগ্রহনকারীদের মধ্যে থেকে ১০ জন পুরস্কৃত করা হয়। স্কুলের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকবৃন্দের উপ¯ি’তিতে অত্র কুইজ প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। লেখাপড়ার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের জ্ঞান বৃদ্ধি করবে। তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের আন্তরিক সহযোগিতায় কুইজ প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্পপ্নের পথে যুব ও নারী বান্ধব স্পেসের সদস্যবৃন্দ, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইয়ূথ পিয়ার গ্রুপ ফেলো রিচার্ড হালদার।
স্বপ্নের পথে যুব ও নারী বান্ধব কমিটির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা
পূর্ববর্তী পোস্ট