
জাতীয় ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যুর ঘটনায় হোমিও ডাক্তার রেজাউল ইসলাম রেজাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৮ মার্চ) সকালে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত ২ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাতে বিষাক্ত স্পিরিট পান করে কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদী পাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫) মারা যান।
এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন ভাঙাড়ি শ্রমিক, বিপুল কুমার রিকশাচালক ও রাজিব হোসেন মোটর শ্রমিক। এরপর বিষাক্ত অ্যালকোহল পানে মারা যাওয়া জাহাঙ্গীর খাঁর ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে কালীগঞ্জ মেইনবাস স্টান্ডের রেজা হোমিও হলের মালিক ডাক্তার রেজাউল ইসলাম রেজাকে আসামি করে মামলা দায়ের করেন।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা জানান, বিষাক্ত স্পিরিট পানে তিনজনের মৃত্যুর পর থেকে হোমিও চিকিৎক রেজা পালাতক ছিল। তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।