
নিজস্ব প্রতিবেদক : গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে খুলনা ক্লাবে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজাকে অগ্নিকে সাক্ষী রেখে জীবন সঙ্গী করে নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সৌম্য সরকার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার সৌম্য সরকারের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে সাজানো হয়েছে মোঘল আমলের সুদৃ্শ্য নানা স্থাপনা দিয়ে। এসব স্থাপনায় সৌম্য সরকার ও প্রিয়ন্তি দেবনাথ পূজার ফটোসেশন শুরু হয় বিকেল থেকে।
অনুষ্ঠান স্থলে সমবেত হন সহস্রাধিক অতিথি। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এসে সকলেই অভিভূত হন মোঘল আমলের এসব অস্থায়ী স্থাপনার প্রতিকৃতি দেখে। অনেকে স্ত্রী সন্তানকে নিয়ে মেতে ওঠেন সেলফি তুলতে।
সৌম্য সরকারের বাবা সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে এবং দেশবাসীর কাছে সৌম্য-পূজা দম্পতির জন্য দোয়া চেয়ে বলেন, তাদের জন্য আপনারা দোয়া করবেন। তাদের দাম্পত্য জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে যায় এবং সৌম্য সরকার যেন আরও ভাল খেলে দেশের জন্য নিজের সেরাটা দিতে পারে।
সৌম্য সরকারও বাবার সাথে সুর মিলিয়ে দেশবাসীর কাছে দেশের জন্য সেরাটা দেওয়ার এবং দাম্পত্য জীবনে সুখি হওয়ার আশীর্বাদ চান। আর তার স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা বলেন, সৌম্য যতবড় তারকা, তার চেয়ে বেশি ভাল মানুষ। আমরা যেন সারাজীবন সুখে থাকি, সেজন্য আশীর্বাদ করবেন। সৌম্য সরকারের বউভাতে অংশ নিয়েছেন জাতীয় দলে তার সতীর্থ আনামুল হক বিজয় ও নাসির হোসেন। আনামুল হক বিজয় বলেন, অসাধারণ আয়োজন।
এতো ভাল আয়োজন কখনও দেখিনি। আমি তাদের দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ করছি, তারা যেন ভাল থাকে।
এছাড়াও সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।