
স্পোর্টস ডেস্ক:
এইডেন মার্করামের সেঞ্চুরি ও ডিন এলগারের হাফ সেঞ্চুরিতে শক্ত ভিত গড়েছিল দক্ষিণ আফ্রিকা। তাদের শতাধিক রানের জুটি স্বস্তি দিয়েছিল। ৩৪২ রানে শেষ হয় স্বাগতিকদের প্রথম ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের দ্রুতগতির বোলার আলজারি জোসেফ জ্বলে ওঠার পর বোঝা যাচ্ছিল, সেঞ্চুরিয়নে পেসারদের আগুন ঝরবে। হলোও তাই। আনরিখ নর্কিয়ের অগ্নিঝরা বোলিংয়ে ভস্ম হলো উইন্ডিজের ব্যাটিং লাইন। শতাধিক রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বিব্রতকর পরিস্থিতির শিকার দক্ষিণ আফ্রিকাও।
এদিন দুই দলের তিন ইনিংসে ১৬ ব্যাটারের উইকেট পড়েছে, সবগুলোই গেছে পেসারদের দখলে। ৮ উইকেটে ৩১৪ রানে বুধবার খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। জোসেফ প্রোটিয়াদের শেষ দুটি উইকেট নিয়ে পাঁচ উইকেটের কীর্তি গড়েন। পরে নর্কিয়ে পাল্টা জবাব দেন সমান সংখ্যক উইকেট শিকার করে। ১৬ ওভারে ৩৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। ২১২ রানে গুটিয়ে যায় উইন্ডিজের প্রথম ইনিংস। তাদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন রেমন রেইফার। সফরকারীরা শেষ ৭ উইকেট হারায় মাত্র ৪৩ রানে।
উইন্ডিজের বিপক্ষে ১৩০ রানের লিড এনে দিতে কাগিসো রাবাদা ও জেরাল্ড কোয়েটজে দুটি করে উইকেট নিয়ে অবদান রাখেন।
ক্যারিবিয়ানদের বড় টার্গেট দেওয়ার পরিকল্পনা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু চতুর্থ ওভারে এলগারের উইকেট পড়ার পর থেকে শুরু হয় বিপদ। ১৮ রানের ব্যবধানে প্রথম চার উইকেট নেই। কিগান পিটারসেনকে ফিরিয়ে দেন হোল্ডার, দিনের শেষ ঘোষণা করেন আম্পায়ার। মার্করাম ৩৩ বলে ৬ চারে ৩৫ রানের আগ্রাসী ইনিংসে অপরাজিত ছিলেন।
জোসেফ এই ইনিংসে নেন দুটি উইকেট। দ্বিতীয় দিনের খেলা শেষে সেঞ্চুরিয়ন টেস্টে ১৭৯ রানে এগিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।