
শনিবার (১৯ জুলাই) উপজেলা প্রশাসনের নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলডুমুর ১৭ ব্যাটালিয়ানের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট বালু ব্যবসায়ীকে অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন। এসম উপস্থিত ছিলেন বিজিবির মেজর সুসমিত সোবন দাস, সুবেদার আব্দুর লতিফ প্রমুখ।
স্থানীয়রা জানান, গোলাম রসুল মোড়ল খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা। তিনি বুড়িগোয়ালরনী থেকে বালু উত্তোলন করে দূর্গাবাটি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একজন ঠিকাদারের কাছে বিক্রি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও গোলাম রসুল শ্যামনগরের রাজনৈতিক নেতাদের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে অভিযোগ আছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন জানান, বেশ কিছুদিন ধরে গোলাম রসুল মোড়লসহ কয়েকজন বালু ব্যবসায়ী অবৈধভাবে বাল উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন-এমন
অভিযোগ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। অপরাধ স্বীকার করায় তাকে মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও মোছাঃ রনী খাতুন আরো জানান, বালু মহল ব্যতীত উপজেলার কোথাও অবৈধ উপায়ে বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।