
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিবেদক: সুন্দরবনের কোল ঘেঁষা মুন্সিগঞ্জ বাজারে অবস্থিত এক ঝাঁক কলম সৈনিক নিয়ে গঠিত সুন্দরবন প্রেসক্লাবের আয়োজনে জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘোরামীর উদ্দোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামি, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।
সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে বক্তারা বক্তব্যে বলেন, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের এক ঝাঁক তরুণেরা লিখনীর যে অবদান রেখেছে সত্যিই নজর কেড়েছে। প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে সব সময় পাশে থাকব।