জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন ষ্টেশন অফিসের সদস্যরা সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মাছ ধরার সময় মালামালসহ ১২ জেলেকে আটক করেছে। শনিবার (১৩ মে) সকাল ৮ টার দিকে বুড়িগোয়ালিনী বন ষ্টেশন অফিসার (এসও) নুর আলমের নেতৃত্বে বন কর্মীরা গহিন সুন্দরবনে মান্দারবাড়িয়া থেকে জেলেদের আটক করে। এ সময় জেলেদের ব্যবহৃত ২টি বড় ট্রলার ও জালসহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করে বনকর্মীরা। আটক জেলেরা হলেন, বরগুনা জেলার উত্তর চরদুয়ানী গ্রামের আল আমিন আকন, জলিল হাওলাদার, মইনুদ্দীন হাওলাদার, রাসেল সিকদার, ইউনুচ হাওলাদার, হেমায়েত দফাদার, স্বপন হাওলাদার, আওয়াল হাওলাদার, জয়নাল আবেদীন হাওলাদার, জলিল হাওলাদার, কালাম মোল্যা ও আলী আকবর হাওলাদার। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, আটক জেলেদের বন আইনে (সিওআর) ৬ লাখ টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট