
জিয়াউর রহমান, শ্যামনগর: সুন্দরবনে কাঁকড়া ধরার পাশ নিয়ে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরার অপরাধে দুই জেলেকে আটক করেছে কোবাতক স্টেশনের সদস্যরা। শুক্রবার (২১ জুলাই) ভোর ও রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোবাতক বন-স্টেশন কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে বন সদস্যরা সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে দুই বোতল বিষ, ৫টি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ ভেষালী জাল, ২০ কেজি কাঁকড়া ও ২টি নৌকাসহ জেলেকে আটক করে। আটক কৃত দুই জেলেরা হলো, কয়রা থানার ছোট আংটিহারা গ্রামের মৃত সিরাজুল গাজীর ছেলে সাদ্দাম ও মজিদ মোড়লের ছেলে নূরুল হুদা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে.এম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।