
জিয়াউর রহমান, শ্যামনগর: সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ কর্তন নিষিদ্ধ ৮শ কেজি গরাণ কাঠ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে সন্ন্যাসীর খাল এলাকায় অভিযান চালিয়ে ২০০টি হরিণ শিকারের ফাঁদ, ৮০০ কেজি গরাণ কাঠ, একটি নৌকাসহ তিন শিকারীকে আটক করে বনকর্মীরা। এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে গোলখালী গ্রামের মিনহাজ ঢালী ও আলী মোড়ল নামে দুই শিকারী সুন্দরবনে পালিয়ে যায়। তাদের বাড়ি কয়রা থানার গোলখালী গ্রামে। আটক তিন শিকারী হলেন কয়রা থানার দশানিয়া গ্রামের মনিরুদ্দীন পাড়ের ছেলে আজিজুল ইসলাম (৪৫) এবং মহারাজপুর গ্রামের আব্দুল ঢালীর ছেলে কুদ্দুস ঢালী (৫০) ও বারিক ঢালীর ছেলে সাহাবুদ্দীন ঢালী (৪০)। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ, কে, এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে হরিণ শিকারের খবর গোপনে জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও কর্তন নিষিদ্ধ গরাণ কাঠ, আনুসাঙ্গিক মালামালসহ তিন শিকারীকে আটক করে বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।