
আব্রাহাম লিংকন:পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে সাদা মাছের পারমিটে চলছে কাঁকড়া আহরণ। এছাড়া কাঁকড়া পারমিট ৩১ ডিসেম্বরের মধ্যে স্যালেন্ডার না করে কাঁকড়া আহরনকারীরা জেলেরা সুন্দরবনের অবস্থান করছে। অথচ কাঁকড়া পারমিট সরকারিভাবে নিষিদ্ধের ৯দিন অতিবাহিত হলেও বনবিভাগ দায়িত্বশীল কর্মকর্তারা এখনো পর্যন্ত কাকড়ার নৌকা আটক করে আইনগত ব্যবস্থা গ্রহনের কোন খবর পাওয়া যায়নি। জানুয়ারি ও ফেব্রুারি এই দুই মাস কাঁকড়া প্রজনন মাস হওয়ায় সরকারি ভাবে সুন্দরবনের কাঁকড়া বন্ধ থাকে। বন বিভাগ দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্যমতে ৩১ডিসেম্বরের মধ্যে কাঁকড়া আহরনকারী জেলেরা পারমিট স্যালেন্ডার না করলে তাদের বিরুদ্ধে নন সেলেন্ডার মামলা করা হবে। কিন্ত কোন মামলা হয়েছে কিনা তা জানা যায়নি। বর্তমানে সুন্দরবনের অসংখ্য কাঁকড়া আহরণকারী জেলে অবস্থান করছে। শুধু তাই নয় তারা সুন্দরবনের অভয়ারণ্যে নিষিদ্ধ এলাকায় বিচরন করছে। সরেজমিনে তদন্ত করলে তার সত্যতা মিলবে। এ বিষয়ে বন বিভাগ কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছে সচেতন মানুষ।