জিয়াউর রহমান, শ্যামনগর: বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনের নদীতে বিষ দিয়ে ধরা ১০০ কেজি চিংড়ী মাছ জব্দ করেছে কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ১টার দিকে কোবাতক বনস্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে আড়পাঙ্গাশিয়া নদীতে অভিযান চালিয়ে ১০০ কেজি বিষ যুক্ত চিংড়ী মাছ জব্দ করে। এসময় জেলেদের ব্যবহৃত একটি নৌকা, অর্ধলক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ ভেষালী জাল সহ এক বোতল বিষ জব্দ করে বনকর্র্মীরা। এঘটনায় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে জেলেরা মালামাল ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া জেলেদের চিহ্নিত করার চেষ্টা চলছে। বিষ যুক্ত চিংড়ী মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।