
শ্যামনগর সংবাদদাতা: বন বিভাগ পশ্চিম সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে মালামাল সহ ৬ জেলেকে আটক করছে। শনিবার (২৭ আগস্ট) ভোরের দিকে পৃথক অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ৬টি নৌকা, কাঁকড়া, আটন, জাল, ড্রাম ও দা- বৈঠা সহ আনসাঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দল।
আটক জেলেরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত আব্দুল হাকিম মোল্যার ছেলে ফজর আলী মোল্যা, মৃত মানিক গাজীর ছেলে মোঃ আমির গাজী ও মৃত বরকত মোল্যার ছেলে মোঃ মুজিবর মোল্যা এবং গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের মৃত মালেক গাজীর ছেলে কবির হোসেন, রফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম ও মৃত রূপচাঁদ গাজীর ছেলে আজাহারুল ইসলাম।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ আগস্ট) রাত আড়াইটার দিকে (এসও) নুর আলমের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনের টাটেরমুখ এলাকা থেকে তিন জেলেকে আটক করে। আটক ওই জেলেদের ৭৫ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়। অপর এক অভিযানে স্মার্ট প্যাট্টল টিমের দলপতি কোবাতক বনস্টেশন অফিসার (এসও) সাদ-আল জামিরের নেতৃত্বে সদস্যরা শনিবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী থেকে তিন জেলেকে আটক করে। এসময় জেলেদের কাছ থেকে ৭০ কেজি কাঁকড়া জব্দ করে একই নদীতে অবমুক্ত করা হয়। আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।