
সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধিঃ সুন্দরবনে প্রবেশের দাবীতে বনজীবিরা মানব বন্ধন ও বন অফিস ঘেরাও করেছে। মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল ১১.০টায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে এক যোগে ৪টি স্টেশন যথাক্রমে, কৈখালী, কদমতলা, বুড়িগোয়ালীনি ও কোবাতক স্টেশনে বনজীবিরা এই শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে এবং সুন্দরবনে প্রবেশের অনুমতি দাবী করে। এরই প্রেক্ষিতে কয়েক হাজার বনজীবি শ্যামনগর উপজেলার হরিনগর বাজার থেকে সুন্দরবনে প্রবেশের দাবীতে মিছিল সহকারে কদমতলা স্টেশন অভিমুখে যাত্রা শুরুকরে। কদমতলা স্টেশন কর্মকর্তার কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে মানব বন্ধন ও সুন্দরবনে প্রবেশের অনুমতির দাবীতে স্টেশন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে স্টেশন কর্মকর্তা নূরুল আলমের মাধ্যমে উর্দ্ধত্বন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করে সুন্দনবনে প্রবেশের অনুমতি দাবী জানায়। এসময় হাজার হাজার বনজীবিরা শপথ করে সুন্দরবনের নদী খালে আর কখনও বিষ প্রয়োগ করবেনা বা কেই এর সাথে জড়িত থাকলে সকল বনজীবিরা ঐক্যবদ্ধভাবে তাদের আইনের কাছে সোপর্দ করবে। সম্প্রতি সুন্দরবনে ব্যাপকহারে বিষ প্রয়োগ করে মৎস্য নিধন করছে এক শ্রেণির অসাধু চক্ররা। এমন অভিযোগের প্রেক্ষিতে গত ১৫ জুলাই থেকে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারী করা হয়। গত ৩০ ৩১ জুলাই আবার ও সুন্দরবনে প্রবেশের অনুমতি দিলেও উর্দ্ধত্বন কর্তপক্ষের নির্দেশে তা আবার বন্ধ করে দেওয়া হয়। যার করনে বনজীবিরা জীবন জীবিকার সন্ধানে দিশে হারা হয়ে গতকাল শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন ও বন অফিষ ঘেরাও কর্মসূচী পালন করে। কদমতলা স্টেশনে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাংবাদিক সিরাজুল ইসলাম, মাহফুজুর রহমান তালেব, আইয়ুব আলী,বেলাল হোসেন, বিশ্বজীত রায়, জিয়াউর রহমান, ইউপি সদস্য শেখ মোস্তফা ও জিএম ফজলুল হক।