শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: বনবিভাগ পশ্চিম সুন্দরবন বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে কাঁকড়া ভর্তি নৌকাসহ এক জেলেকে আটক করেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকাল ৬টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনের বকসখালী খালে অভিযান চালিয়ে ইলিয়াস গাজী নামে ওই জেলেকে আটক করে। এসময় তার ব্যবহৃত ২টি নৌকা সহ ২৫ কেজি কাঁকড়া জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়। সে গাবুরা ইউনিয়নের মধ্য খলিসাবুনিয়া গ্রামে মৃত ওমর আলী গাজীর ছেলে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেকে বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।