
জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বনদস্যু আলীম বাহিনীর সদস্যরা মুক্তিপন দাবি করে আলীম গাজী (৩৬) নামে এক জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১১নভেম্বর) রাত ৩টার দিকে গহিন সুন্দরবনের কাঁচিকাটা সংলগ্ন তাহেরর ধাপা নামক স্থানে নৌকায় ঘুমান্ত অবস্থায় অতর্কিত হামলা চালিয়ে ওই জেলেকে অপহরণ করা হয়। তিনি কালিঞ্চী গ্রামে জহুর আলী গাজীর ছেলে।
ফিরে আসা জেলে রফিকুল জানান, কৈখালী বন অফিস হতে মাছ ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে তাহেরের ধাপায় মাছ ধরা শেষে রাতে ঘুমান্ত অবস্থায় নৌকা হতে বনদস্যু আলীম বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। এক পর্যায়ে ২লাখ টাকা মুক্তিপন দাবি করে জেলে আলীম গাজীকে অপহরণ করে অন্য সব জেলেকে ছেড়ে দেয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ফজলুর রহমান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

