
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
বন বিভাগ পশ্চিম সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় বিনানুমতিতে প্রবেশ করে কাঁকড়া ধারার সময় তিন জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসের সদস্যরা। মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে কোবাতক বনস্টেশন কর্তকর্তা (এসও) ফারুক হোসেনের নেতৃত্বে সুন্দরবনের সাপখালী নামক খাল হতে জেলেদের আটক করেন। এসময় জেলেদের ব্যবহৃত ১টি নৌকা, দা, বৈঠা সহ ৬০ কেজি কাঁকড়া জব্দ করে আভিযানিক দল। জব্দকৃত কাঁকড়া একই খালে অবমুক্ত করা হয়। আটক জেলেরা সুন্দরবনে প্রবেশের জন্য অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হয়।
আটক তিন জেলে হলেন- কয়রা উপজেলার মাঠিভারভাঙ্গা এলাকার আমজাদ গাজীর ছেলে আব্দুস সামাদ, সোহরব শেখের ছেলে আলাউদ্দীন শেখ ও আজিজুল মোড়লের ছেলে সাইফুল মোড়ল।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ এলাকায় কাঁকড়া ধরার সময় অভিযান চালানো হয়। এসময় অবৈধ অনুপ্রবেশের জন্য জেলেদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।