
নজরুল ইসলাম শ্যামনগর: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের আওতাধীন শ্যামনগর উপজেলার দাঁতিনা খালী মোড়লবাড়ী নামক স্থানের মৎস্য ঘের হতে সোমবার সকালে সুন্দরবনের অবৈধ কাঠ জব্দ করেছে বন বিভাগের সদস্যরা।
বন বিভাগ সুত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের এলাকা দাঁতিনা খালী মোড়লপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে ১৪ পিস পশুর কাঠ, ১৫০ পিস গরান কাঠ জব্দ করেছে, তবে কাঠ চোরাকারবারি কাউকে আটক করা সম্ভব হয়নি।
গাছ জব্দের বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। তিান আরো বলেন,জব্দকৃত মাল যেহেতু পরিত্যাক্ত স্থানে পাওয়া গেছে সেকারনে ইউ, ডি আর মামলা হবে তাছাড়া জব্দ কৃত মালের প্রকৃত মালিক খোজা হচ্ছে মালিক পাইলে বনবিভাগ থেকে পিও আর মামলা দেওয়া হবে আসামীদের বিরুদ্ধে।