
প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর দিনে সুনামগঞ্জ জেলার শাল্য উপজেলার হাবিবপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে কয়েক হাজার উত্তেজিত জনতার ন্যাক্কারজনক হামলায় ৮টি মন্দির, ৮০টি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের মত জঘন্য ঘটনা ঘটে। হিন্দু সম্প্রদায়ের উপর এধরনের সাম্প্রদায়িক হামলায় আমরা বাকরুদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের উস্কানিতে তার অনুসারীরা এধরনের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে।
উক্ত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য তালা-কলারোয়া আসনের মাননীয় সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল, সাধারণ সম্পাদক এড, ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সাবীর হোসেন, কমরেড আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড অজিত কুমার রাজবংশী, জেলা সদস্য কমরেড আব্দুল জলিল মোড়ল, কমরেড রফিকুল ইসলাম, কমরেড আব্দুর রউফ, কমরেড নাসরীন খানম লিপি, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিব পদ গাইন প্রমুখ।