সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের কমিটি গঠনের লক্ষে মতবিনিময়
ইমান আলী: সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বাঁকাল বটতলা ও বাজুয়ারডাঙ্গী মন্দিরের সামনে মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ‘তৃণমূলে সদস্যদের খবর রাখে না কেউ, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের সদস্য, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছি। যার ফলস্বরুপ আমরা বিভিন্ন সময় স্বৈরাচারীদের নিকট থেকে হামলা মামলার শিকার হয়েছি। কিন্তু আমরা আমাদের দু:সময়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশানুরূপভাবে পাশে পাইনি। তারপরও আমরা যতদিন বাঁচবো আওয়ামী লীগের হয়ে কাজ করে যাবো। তাই তারা সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের ক্ষেত্রে তারা তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে চায়। এজন্য তারা সিলেকশন না করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী জানান বক্তারা।