
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আইএসের এক শীর্ষ নেতা নিহত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে ড্রোন হামলা চালানো হয়। এক বিবৃতিতে মঙ্গলবার (৪ মার্চ) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিদফতর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ খবর জানায়।
নিহত আইএস নেতার নাম খালিদ আয়িদ আহমাদ আল-জাবৌরি। মধ্যপ্রাচ্য জুড়ে এক সময়ে আতঙ্ক তৈরি করা আইএস গোষ্ঠীর জন্য তার মৃত্যু একটি বড় দুর্ঘটনা। সেন্টকমের বিবৃতি অনুসারে, ইউরোপে হামলা ও আইএস গোষ্ঠীর নেতৃত্ব কাঠামো তৈরি করেছিলেন তিনি।
গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের এক প্রতিবেদনে জানা যায়, ২০১৪-এর আগে ইরাক ও সিরিয়ায় আধিপত্য বিস্তার করে আইএস। তাদের ৫ থেকে ৭ হাজার সদস্য ও সমর্থকের এই দলটির প্রায় অর্ধেকই যোদ্ধা।
বিবৃতিতে সেন্টকম আরও বলে, ‘সিরিয়া ও তার পার্শবর্তী অঞ্চলগুলোর জন্য আইএস গোষ্ঠী এখনও হুমকি।’ তবে এই অভিযানে বেসামরিক কোনও ব্যক্তির হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। সন্ত্রাস দমনে সিরিয়ায় অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি, রয়টার্স