
জাতীয় ডেস্ক:
রাজধানীর সায়েন্স ল্যাবে একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণে তিনজন নিহত এবং আরও বহু মানুষ আহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় আগেই থানায় একটি সাধারণ ডায়েরি ছিলো। পরে তা মামলায় রূপান্তরিত হয়েছে। এখন আমরা তদন্ত করছি। তদন্ত করে যদি এ বিস্ফোরণের ঘটনায় কারো দায় কিংবা সংশ্লিষ্টতা থাকে তাহলে তদন্ত-পূর্বক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এর আগে রোববার (৫ মার্চ) সায়েন্স ল্যাবে শিরিন ম্যানসনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন এবং পাঁচজন দগ্ধ হয়ে এখনো শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আরও ১৫ জনের চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে।