
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর নেতৃত্বে ও সাতক্ষীরা জেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে ১১ সেপ্টেম্বর ২০২১ বেলা ১১টায় শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী ব্র্যাক মৎস্যজীবি গ্রাম সংগঠস সংলগ্ন বরসা রিসোর্ট হলরুমে ২০ মে হতে ২৩ জুলাই ৬৫ দিন বঙ্গোপসাগরে সকল প্রকার/প্রজাতির মৎস্য এবং ক্রাস্টেশিয়ান্স আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ন কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম. আবুজর গিফারী, শ্যামনগর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কামাল হোসাইন, শ্যামনগর উপজেলা মেরিণ ফিশারিজ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি মধুজিৎ রপ্তান, শ্যামনগর উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা: আলী আশরাফ, শ্যামনগর উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি বাবু মোহিত মন্ডল সহ জেলে প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। কর্মশালা’য় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান। কর্মশালাটি পরিচালনা করেন, শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও বিভিন্ন প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), এসসিএমএফ কম্পোনেন্ট-৩ প্রকল্প শ্যামনগর উপজেলার ক্লাস্টার অফিসার মোঃ হারুন-অর-রশিদ ও ক্লাস্টার ফ্যাসিলিটেটর বৃন্দ। তাছাড়া শ্যামনগরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এসসিএমএফ কম্পোনেন্ট-৩ প্রকল্পের আওতাধীন উপকারভোগী ৫টি মৎস্যজীবি গ্রাম সংগঠনের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কর্মশলায় দেশের সম্পদ ও প্রাকৃতিকভাবে সৃষ্ট বিভিন্ন প্রজাতির মৎস্য সংরক্ষণের জন্য ২০ মে হতে ২৩ জুলাই ৬৫ দিন বঙ্গোপসাগরে সকল প্রজাতির মৎস্য এবং ক্রাস্টেশিয়ান্স আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন করতে জেলেদের প্রতি আহব্বান করেন। এ ছাড়া সমুদ্রে কোনো প্রকার নৌযান দিয়ে অবৈধ মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌ পুলিশ এবং বাংলাদেশ নৌ বাহিনীর সক্রিয় সহযোগিতা চেয়ে যথাক্রমে জননিরাপত্তা বিভাগে ও সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পাশাপাশি এ সংক্রান্ত সচেতনাতাম‚লক বিশেষ বার্তা টিভি স্ক্রলে প্রচারের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে আগত অথিতিদেরকে অবগত করেন।