
নিজস্ব প্রতিবেদক: পৈত্রিকসুত্রে পাওয়া লোভনীয় স্থানের জমি চাচা কর্তৃক জবর দখলের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। গত ১২ই ডিসেম্বর ২০ তারিখে বিকাল ৪টায় সাতানি বাজারে ঘটনাটি ঘটে। এতিম ভাইপোদের পৈত্রিক জমি বে-দখলের জন্য বিভিন্ন মহলে তদবিরসহ বেআইনী কাজও করছেন ওই এলাকার মৃত আতিয়ার সরদারের ছেলে মহসিন।
স্থানীয়দের ভাষ্যমতে, ১৯৮৩ সালের ২৭শে জানুয়ারীতে রহিম খানের ভোগ দখলে থাকা সাতানি মৌজায় জেএল ৫৪, এস,এ ৫৫৩ নং খতিয়ানের ১১৮০ দাগের মোট ২৫ শতক জমি জমির মধ্যে ২শতক জমি মৃত. আব্দুর রাজ্জাক সরদার পাঁচ হাজার টাকায় বায়নাপত্র করেন। এরপর সেখানে দোকান বানিয়ে শান্তিপূর্ণভাবে রাজ্জাক সরদার ভোগ দখল করতে থাকেন। আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করলে তার চার পুত্র আলী হোসেন, সাইদুর রহমান, রবিউল ইসলাম ও সোহরাব হোসেন জমিতে ভোগ দখল করেন। এমতাবস্থায় মৃত আব্দুর রাজ্জাকের ভাই মহসিন ভ‚য়া তথ্য প্রমান উপস্থাপন করে জমিটির মালিকানা দাবি করে। একাধিক বার বিভিন্ন মহলে নালিশ সালিশ করেও জমিটি হাতাতে না পেরে শুরু করেন ভাইপোদের হয়রানি। এরই ধারাবাহিকতায় একাধিকবার তাদের দোকান ভাঙচুরের চেষ্টাও করেন। সেই সাথে চলে জবর দখলের চেষ্টা। এর জন্য বিভিন্ন মহলে ধর্না দিয়ে হয়রানি শুরু করেন রাজ্জাকের সন্তানদের উপর।
চলতি ডিসেম্বর মাসের ১২ তারিখে বিকাল ৪টায় মহসিন সহ আরও ৪/৫জন ব্যক্তি মৃত রাজ্জাকের ছেলে আলী হোসেন এর দোকানের মালিকানা দাবি করে। এক পর্যায়ে দোকানের সাটার নামিয়ে তালা মেরে দখলের চেষ্টাও করে তারা। তখন দোকানের ভাড়াটিয়া ও ক্রেতারা মহসিনদের বাধা দিলে তারা গালিগালাজ করতে করতে চলে যায়। সে সময় হুমকিও দিয়ে যায় যেকোন ভাবেই এই দোকান দখল সে করবেই।
ঘটনার প্রতিকার ও শান্তি রক্ষার জন্য আলী হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১০৩৫/২০ একটি মামলা দায়ের করেছেন।