নিজস্ব প্রতিবেদক: গত ১৩ই জানুয়ারী দৈনিক সাতনদী প্রত্রিকায় সংবাদ প্রকাশের পর ঝাউডাঙ্গার সেই ঝাল মুড়ি বিক্রেতা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আল-ফেরদাউস (আলফা)’র পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আজারুল ইসলাম। শুক্রবার সরেজমিনে আগুনে পুড়ে যাওয়া পরিবারটির বাড়িতে এসে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, মোমিনুর রহমান সবুজ প্রমূখ। উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে দরিদ্র ঝাল মুড়ি বিক্রেতা আলী হোসেনের বসত বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তার বসত বাড়ি, ঘরের আসবাপত্র, বাক্সে থাকা পোশাক, ড্রামে থাকা চাউল পুড়ে ছাই হয়ে একপ্রকার পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে। এরপর তিনি এলাকায় বৃত্তবান ব্যক্তিদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করেন।