
নজরুল ইসলাম:
‘শ্যামনগরের হরিনগর বাজারের খাস জমি হরিলুট’ এই শিরোনামে সাতনদীতে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল শ্যামনগর ভূমি অফিস। শ্যামগনরের হরিনগর বাজারের সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা তৈরি করে ভোগদখলের পায়তারা করছিল একটি মহল। এ খবরের ভিত্তিতে সাতনদীতে সংবাদ প্রকাশের পর বিষয়টি শ্যামনগর ভূমি অফিসের দৃষ্টিগোচর হয়। প্রাথমিকভাবে শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী দখলদারদেরকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেন। কিন্তু নির্দিষ্ট সময়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা না হলে শনিবার বিকালে সহকারি কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকীর উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
অভিযান শেষে আব্দুল হাই সিদ্দিকী বলেন, এরপর যদি কেউ সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মান করে তবে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।