
আশাশুনি ব্যুরো: আশাশুনি ও শ্যামনগর উপজেলাকে একীভূত করে সংসদীয় আসন ১০৭ (সাতক্ষীরা-৪) করার সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করা হয়েছে। রবিবার সাবেক ইউপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান এলাকাবাসীর পক্ষ থেকে এ আবেদন করেছেন।
লিখিত আবেদনে তিনি জানান, আশাশুনি উপজেলা একটি নদী বহুল উপজেলা। যার চারিধার নদীদ্বারা বেষ্টিত। ঘন বসতিপূর্ণ উপজেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। পক্ষান্তরে শ্যামনগর উপজেলা বাংলাদেশের একটি সর্ব বৃহৎ উপজেলা এবং জনসংখ্যাও অধিক। যোগাযোগ ব্যবস্থাও খুবই বিপর্যস্থ। দুটি উপজেলার মধ্যে কোন যোগাযোগের রাস্তা নেই। এমনকি নদীতে কোন সেতু ও ব্রিজও নেই। অধিকন্ত দুই উপজেলার মাঝখানে কালিগঞ্জ উপজেলা অবস্থিত। যে কারনে শ্যামনগর ও আশাশুনি উপজেলাকে একত্রিত করে সংসদীয় আসন করা সম্পূর্ন অবাস্তব সিন্ধান্ত। আমরা প্রধান নির্বাচন কমিশন মহোদয়ের উল্লেখিত (ইং-৩১/০৭/২০২৫) সিন্ধান্তের ঘোর আপত্তি করছি। জনস্বার্থে সুশাসন কার্যকরী করার লক্ষ্যে পূর্বের ন্যায় আশাশুনি উপজেলা, দেবহাটা উপজেলা ও কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন ১০৭ (সাতক্ষীরা-৩) ঘোষনার জোর দাবী জানিয়েছেন তিনি।