আব্দুর রহিম, কালিগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাতক্ষীরা-৪ (শ্যামনগর -কালিগঞ্জ) আংশিক সংসদীয় আসনে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন বিকল্পধারা বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. মাহবুবুর রহমান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সদস্য ও কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভিন, তৃণমূল বিএনপি’র সদস্য ডক্টর আসলাম আল মেহেদী ও জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী। প্রত্যেকেই দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন তবে আ.লীগের সাথে জোটভুক্ত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সাতক্ষীরা ৪ আসনে আ.লীগের দলীয় প্রার্থী হবে না জোটভুক্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন সে আশায় অপেক্ষায় আছে নির্বাচনী এলাকার মানুষ।
সাতক্ষীরা ৪ আসনের বিকল্পধারা, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও বাসদ’র মনোনয়ন প্রত্যাশী ৫ জন
পূর্ববর্তী পোস্ট