জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা): সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে কাজী আলাউদ্দীনের নমিনেশন বাতিল ও ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দানের দাবীতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধহাটা ইউনিয়ন ঃ বুধহাটা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আশাশুনি-সাতক্ষীরা সড়কে বুধহাটা বাজারে সমাবেশে উপজেলা ছাত্রদলের আহবায়ক ইয়াছিন আরাফাত পলাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকর আলী জুলি, যুব দল যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ জর্জ, সাবেক যুগ্ম আহবায়ক রফিকুজ্জামান বকুল, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারী রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম, কুল্যা ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আঃ ওহাব, ছাত্রদল সভাপতি এসকে ইমন, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি শওকত প্রমুখ। অনুষ্ঠানে আঃ করিম ঢালী, কবির আহমেদ ঢালী, শাহরিয়ার জামান, খোরশেদ আলম, মেম্বার মিজান, মজনু, আকফার, মেম্বার লিয়াকত, শাহেদ, ফারুক হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
কুল্যা ইউনিয়ন ঃ কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজারে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। কুল্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম গাজীর সভাপতিত্বে ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আঃ ওহাবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ জজ, জেলা জাতীয়তাবাদী কর্মজীবি দলের সদস্য সচিব আবুল হাসান বাবলু, ইউনিয়ন যুব দলের সভাপতি এসকে ইমন, ইউপি সদস্য নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলাউল হক, ২নং ওয়ার্ড সভাপতি হাবিবুল্লাহ মালী, শাহাবুদ্দিন সরদার প্রমুক বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল “কাজী হঠাও ধানের শীষ বাঁচাও” ও “আশাশুনির মাটি শহিদুল আলমের ঘাটি” শ্লোগান সহকারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

