
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজের সাময়িক বহিষ্কৃত সাবেক অধ্যক্ষ মোঃ শিহাবউদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রশাসনিক অনিয়ম এবং স্বৈরাচারী কর্মকাণ্ডের অভিযোগে আজ সোমবার (৪ আগস্ট) থেকে আনুষ্ঠানিক বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত বোর্ড সাতক্ষীরা সরকারি কলেজে তদন্ত কার্যক্রম শুরু করবে।তদন্ত বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসেম। সদস্যরা হলেন—জেলা প্রশাসকের মনোনীত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ডা. মিনহাজ আহমেদ, সিটি কলেজের শিক্ষক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ আরিফ হোসেন। জানা গেছে, অধ্যক্ষ শিহাবউদ্দিনের শাসনামলে শিক্ষক-কর্মচারীদের উপর ছিল চরম নির্যাতন ও দমননীতি। প্রায় ৫৭ জন শিক্ষককে একযোগে শোকজ নোটিশ দেয়া, শিক্ষকদের কক্ষে ঢোকার আগে জুতা খুলে ঢোকার নির্দেশনা, প্রশাসনিক কাজে রেজিস্ট্রারবিহীন অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, তার সময়ে ক্যাশবই, কলমনার বইসহ কলেজের গুরুত্বপূর্ণ হিসাব-রক্ষণাবেক্ষণ রেকর্ড রাখার কোনো ব্যবস্থা ছিল না। শিক্ষক-কর্মচারীদের ওপর অমানবিক আচরণ এবং দমননীতির বিরুদ্ধে শিক্ষক পরিষদ বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভিযোগ দায়ের করে। ফলে, জাতীয় বিশ্ববিদ্যালয় ৮ এপ্রিল ২০২৫ তারিখে একটি নির্দেশনার মাধ্যমে তদন্ত বোর্ড গঠনের নির্দেশ দেয়। শিক্ষা সচেতন মহল মনে করছে, এই তদন্তের মাধ্যমে শিহাবউদ্দিনের দুর্নীতির চিত্র উন্মোচিত হবে এবং ভবিষ্যতের জন্য তা একটি কঠোর বার্তা হয়ে থাকবে। একজন অভিভাবক মন্তব্য করেন, “একজন অধ্যক্ষ কীভাবে একটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও নৈতিকতার পুরো কাঠামো ভেঙে দিতে পারেন, শিহাবউদ্দিন তার জ্বলন্ত উদাহরণ।”