
নিজস্ব প্রতিবেদক: কর্মই মানুষকে এনে দেয় দোয়া আর ভালবাসা। তাইতো কর্মস্থলেই পেলেন এক মমতাময়ীর আশীর্বাদ। একজন মানবিক বন্ধু সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সহকারী কমিশনার থাকাকালীন সময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অসহায় বীর মুক্তিযোদ্ধা মফিজুল সরদারের জমি উদ্ধার করে দিয়েছিলেন। তাইতো আশাশুনির কেয়ারগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজুল সরদার ও তার স্ত্রী খোদেজা খাতুন বিপদে পড়লেই খুজে ফেরে মানবিক ইউএনও দেবাশীষ চৌধুরীকে। তারা মঙ্গলবার সকালে হঠাৎ উপস্থিত হয় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর কার্যালয়। জীবন চলার প্রবাহে প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরলেন মানবিক ইউএনও কাছে। বিদায় বেলায় ইউএনও মহাদয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে গেলেন একজন মমতাময়ী মাতা খোদেজা খাতুন।