
নিজস্ব প্রতিবেদক: “সেবা উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” স্লোগানকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন-২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা পরিষদের আয়োজনে ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা দৃশ্যমান। ইউনিয়নের চেয়ারম্যানরা ভালো বলতে পারবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখান তা পূরণ করে দেখান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর সে লক্ষ্যে কাজ চলছে। গ্রামের মানুষ শহরের সুযোগ সুবিধা পাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সদর উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশল মো. মফিজুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। ১৭-১৯ তারিখ পর্যন্ত ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলায় ১৪ টি ইউনিয়ন পরিষদের মানুষকে তথ্য ও বিভিন্ন সেবা প্রদান করা হবে। এ মেলায় ১৮টি স্টল স্থান পেয়েছে। এসময় সকল ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও সদর উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।