সাতনদী অনলাইন ডেস্ক: শীতের কম্বল দেওয়ার নাম করে নির্জন স্থানে নিয়ে এক শিশুকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে এক বখাটে মিন্টু হোসেন নক্কুর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (০৬ জানুয়ারি) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে বখাটে নক্কুকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন।
তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচতলায় এ ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি স্থানীয়রা জানার পর তারা সেখানে পৌঁছালে ধর্ষক বুঝতে পেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ওই বখাটের নাম মিন্টু হোসেন নক্কু। সে বাকাল ইসলামপুর গ্রামের হযরত আলীর ছেলে।
ওই শিশুর মা মেডিকেল হাসপাতালের সামনের চায়ের দোকানি বলে জানা গেছে।