
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ৭ রোগীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই খোদা এ কমিটি গঠন করেন। কমিটির সভাপতি করা হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ আহমেদকে। কমিটির অন্য দুই সদস্য হলেন ডা. সাইফুল্লাহ ও ডা. মারুফ।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই খোদা বলেন, অক্সিজেন সঙ্কট ছিল না। কিন্তু প্রেসার কমে যায়। এতে সমস্যা হয়েছে। তিনি আরও বলেন, কেন প্রেসার কমে গেল তা খতিয়ে দেখতে ডা. আরিফ আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।