
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা বিজনেস গ্যালারি ও বধুয়া গ্যালারীর পরিচালক সিনথীয়া নির্ঝর তানিয়া’র শুভ জন্মদিন উপলক্ষে শনিবার শহরের বকচরা হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মডারেটর মোঃ লিটন হোসেন, ফতেমাতুল জোহরা শিল্পী, রাজেশ দেবনাথ, জি এম আলিম, খাদিজা আক্তার ইমা, সোহানা পারভীন, মোস্তফা আল মাহাদী, সাবিহা তন্নী প্রমুখ। এসময় তানিয়া তার পরিবার ও সকল মডারেটরদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।