
আইয়ুব হোসেন রানা:
সাতক্ষীরা শহরের ফুড অফিস মোড়ে মনির মেডিকেল হল নামে এক চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চেম্বারের (চিকিৎসা কেন্দ্র) উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান। এসময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার মোঃ আব্দুল গফফার, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খাঁন বাপ্পী, জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক গ্রাম ডাক্তার অনির্বাণ সরকার, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আলামিন হোসেন, যুগ্ম সম্পাদক গ্রাম ডাক্তার ফারুক হোসেন, সদস্য গ্রাম ডাক্তার রবিউল ইসলাম, গ্রাম ডাক্তার মীর রফিকুল ইসলাম, মারুফ আহমেদ, হাফিজুল ইসলাম, আসাদুজ্জামান, মনির মেডিকেল হলের (চেম্বারের) পরিচালক গ্রাম ডাক্তার মনিরুল ইসলাম, গ্রাম ডাক্তার আজহার উদ্দীন ও গ্রাম ডাক্তার শুভঙ্কর মন্ডল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোস্তাফিজুর রহমান।