
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে নদী ও পরিবেশ রক্ষা কমিটি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে নব গঠিত কমিটির সভাপতি জি এম নূর ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মোজাফফর রহমানসহ কমিটির অন্যান্য কর্মকর্তাদের এই ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ রক্ষা কমিটি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মো. আবুল হোসেন খোকন, শেখ শওকত আলী, সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান, সদস্য মো. বাবলু হাসান, মো. রহমত আলী, মো. ফারুক হোসেন, মহসিনুল হাবিব মিন্টু, কাজী আজাদুর রশিদ বুলবুল, ইমারত শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাফর আলী মোল্যাসহ নেতৃবৃন্দ।