
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরা পাবলিক স্পোটিং ক্লাব নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে নব গঠিত কমিটির সভাপতি জি এম নূর ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মোজাফফর রহমানসহ কমিটির অন্যান্য কর্মকর্তাদের এই ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সাতক্ষীরা পাবলিক স্পোটিং ক্লাবের সভাপতি এ্যাড. মো. ওসমান আলী’র নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পাবলিক স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন, কোষাধ্যক্স সহকারি অধ্যাপক মো. আশরাফ ইদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. বাহাউদ্দীন ফারুকী, আহম্মদ হোসেন খান চৌধুরী (কাঞ্চন), ডা. মো. আব্দুস সাত্তার, মো. রাশিদুর রহমান, শেখ মোয়াজ্জেম হোসেন, মো. কামরুজ্জামান ও মো. আশরাফ হোসেনসহ সাতক্ষীরা পাবলিক স্পোটিং ক্লাবের নেতৃবৃন্দ।