প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড শাখার কমিটি থাকা সত্বেও অগঠনতান্ত্রিকভাবে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে গত ৩০ সেপ্টেম্বর সম্মেলনের অভিযোগে পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের অবৈধ কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা) বি.এম মোজাম্মেল হক। তাছাড়া নির্বাচনের আগে কোন স্তরে কমিটি করা যাবে না বলে তিনি জানিয়েছে। সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর প্রেরিত সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। পত্রে উল্লেখ করা হয়েছে, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ন চন্দ্রমন্ডল ও সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী জেলা আওয়ামী লীগ বরাবর ২ আগস্ট ২০২৩ তারিখে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ সমূহ পর্যালোচনা করে সঠিক বলে প্রমানিত হয়। আওয়ামী লীগের যে কোন স্তরের সম্মেলন করতে হলে সেই শাখার মিটিং সভা আহ্বান করে সম্মেলন এর দিন, তারিখ, স্থান নির্ধারণ করার নিয়ম। সে নিয়ম অনুসরণ না করে মনগড়া সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেন ও ওয়ার্ড আওয়ামী লীগকে বাদ দিয়ে সম্মেলন করা হয়েছে। যা গঠনতন্ত্রের চরম লঙ্ঘন। তাছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ,কে, ফজলুল হক ২৯ সেপ্টেম্বর সম্মেলন স্থগিত রাখার জন্য পত্রের মাধ্যমে অবগত করলেও নির্দেশ অবমাননা করে সম্মেলন করা হয়েছে। যা জেলা আওয়ামী লীগকে অবমাননা করার সামীল। অগঠনতান্ত্রিক ভাবে গঠিত পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের অবৈধ কমিটি বাতিল করে পূর্বের কমিটি বহাল করা করা হয়।