নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ এর মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে বেলা ১১টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অয়িসার মো. নাজমুল কবীর ও সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলামের উপস্থিতিতে যাচাই-বাছাইকালে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিলকারী ০৫ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপি বা কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় সকলের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। ফলে পৌরসভায় মেয়র পদে ০৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ০৭ জনের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ০১ নং ওয়ার্ডের মো. রাশিদ হাসান চৌধুরী (চৌধুরী বাবু), ০৩নং ওয়ার্ডে সুমন রহমান, ০৪নং ওয়ার্ডে শেখ আসাদ আহমেদ অনজু, ০৭নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক, মো. আব্দুর রশিদ, মো. শফিউর রহমান, মো. আব্দুল্লাহ আল-মামুন। যার ফলে ৫১ জনের মনোনয়নপত্র বহাল থাকলো। তবে যে ০৭জনের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী তিনদিনের মধ্যে আপিল করতে পারবে।
মেয়র পদে ০৫জন যাদের মনোনয়নপত্র বহাল থাকলো তারা হচ্ছেন-বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ নাসেরুল হক, বিএনপি মনোনীত প্রার্থী তাজকিন আহমেদ চিশতী, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী ডা. এস.এম মুসতাফীজ উর-রউফ, স্বতন্ত্র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু ও স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হুদা।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ১২জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ০১,০২ ও ০৩ নং ওয়ার্ডে ০৩ জন তারা হলেন-জ্যোৎ¯œা আরা, নুরজাহান বেগম, তাজিনা আক্তার। ০৪,০৫ ও ০৬ নং ওয়ার্ডে ০৫জন তারা হলেন-অনিমা রানী মন্ডল, মোছাঃ রাবেয়া পারভীন, মরিয়ম পারভীন, মোছাঃ রওশন আরা রুবী, ফরিদা আক্তার বানু। ০৭ ও ০৮ ও ০৯ নং ওয়ার্ডে ০৪জন তারা হলেন-ফারহা দীবা খান সাথী, মোছাঃ রুবিনা জামান খান চৌধুরী, শাহিদা বেগম, গুলশান আরা।
সাধারণ কাউন্সিলর পদে ০১নং ওয়ার্ডে ১০জন তারা হলেন-মো. আব্দুস সেলিম, মো. কায়ছারুজ্জামান হিমেল, সেলিনা আকতার, এ.কে.এম আহসান আজীম, মো. আছাদুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, শেখ রশিদুর রহমান, হারুন খান, শেখ জুলফিকার রহমান উজ্জল, নুরুল ইসলাম।
০২নং ওয়ার্ডে ০৩ জন প্রার্থী তারা হলেন-সৈয়দ মাহমুদ পাপা, মো. তালিম হোসেন, মো. আহসানুল কাদীর।
০৩নং ওয়ার্ডে প্রার্থী ০৬জন তারা হলেন শেখ আব্দুস সেলিম, মো. আনোয়ার হোসেন (চান্দু), শেখ মুজিবর রহমান, মো. ইব্রাহীম, কামরুল কবির চৌধুরী, মো. আইনুল ইসলাম নান্টা।
০৪নং ওয়ার্ডে প্রার্থী ০৩জন তারা হলেন-কাজী ফিরোজ হাসান, শেখ মাহমুদ হাসান, শেখ আফজাল হোসেন।
০৫নং ওয়ার্ডে প্রার্থী ০৮জন তারা হলেন-মো. শাহিনুর রহমান শাহীন, মো. আবু সাঈদ, মো. আব্দুল মালেক, মো. মিজানুর রহমান, মো. আমিরুল ইসলাম, শেখ আনোয়ার হোসেন মিলন, মো. ফারুক হোসেন সরদার, মো. শহিদুল ইসলাম।
০৬নং ওয়ার্ডে প্রার্থী ০৫জন তারা হলেন-মো. শহিদুল ইসলাম, শেখ মারুফ আহম্মেদ, শেখ মাহমুদ হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. কামরুজ্জামান। ০৭ নং ওয়ার্ডে প্রার্থী ০৫জন তারা হলেন-শেখ জাহাঙ্গীর হোসেন কালু, এস.এম জাহানুর হুসাইন, মো. জাহিদুল ইসলাম, মো. রেজাউল করিম, মো. সাহাবুদ্দিন। ০৮নং ওয়ার্ডে প্রার্থী ০৬ জন তারা হলেন-মো. শফিকুল আলম বাবু, মেহেদী আলী সুজয়, মো. মনিরুজ্জামান মনির, মো. আনারুল ইসলাম রনি, আব্দুল আনিচ খান চৌধুরী বকুল, মো. শওকত আলী। ০৯নং ওয়ার্ডে প্রার্থী ০৪জন তারা হলেন-শেখ শফিক উদ-দৌলা-সাগর, মো. জিল্লুর রহমান, এম.এ রাজ্জাক, মো. আবিদুল হক। সাতক্ষীরা পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ এর মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৮০জন, মনোনয়ন জমা দিয়েছিলেন ৭৫জন। যাচাই-বাছাই শেষে ০৭জনের মনোনয়ন বাতিল ঘোষণা। এসময় প্রার্থীদের দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬ জানুয়ারি, ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্ধ এবং আগামী ১৪ ফেব্রæয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।
সাতক্ষীরা পৌর নির্বাচন: মেয়র পদে ০৫, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২, কাউন্সিলর পদে ৫১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, ৭ কাউন্সিলরের মনোনয়ন পত্র বাতিল
পূর্ববর্তী পোস্ট