
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় গত কয়েকদিনের টানা বর্ষনে পৌরসভার ৭নং ওয়ার্ডে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল ও নগদ অর্থের টোকেন বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা বিলপাড়া, ছফুরনন্নেছা মহিলা কলেজ এলাকায় পানিবন্ধি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি চাল ও ৩০০ টাকার নগদ অর্থের টোকেন বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর উপহার ও নগদ অর্থের টোকেন বিতরণ করেন পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভিন। এসময় ৭নং ওয়ার্ডে ১৯০ টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের টোকেন বিতরণ করা হয়। পরে সুফলভোগীরা পৌরসভা থেকে এসব উপহার উত্তোলন করেন।