নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইটাগাছা পশ্চিমপাড়ায় আলী মেডিকেলের বাড়ির সামনে হতে ব্যাংকার বুলবুলের বাড়ির সামনে পর্যন্ত ২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে ১৯৭ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।
এসময় তিনি বলেন, ‘বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। রাস্তাটি নির্মাণের ফলে এলাকাবাসীর চলাচলের আর ভোগান্তি থাকবে না। এছাড়াও অবহেলিত সকল রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, ব্যাংক কর্মকর্তা বুলবুল আহম্মেদ, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কার্য সহকারী জাহিদ হাসান, ঠিকাদার ঈমান আলী, মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।