
নিজস্ব প্রতিবেদক : গতকাল রবিবার সকালে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার ও পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী মিসেস নাদিয়া আফরোজ জাতীয় সংগীতের সাথে তাল মিলিয়ে স্কুলের জাতীয় পতাকা উত্তলন করেন এবং শান্তির প্রতীক কবুতর ও ফেস্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
উদ্বোধন শেষে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকদের সঞ্চালনায় শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা,মোরগ লড়াই,যেমন খুশি তেমন সাজো ইত্যাদি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ফাস্ট, সেকেন্ড ও থার্ড স্থান অধিকার করে। শিক্ষার্থীদের অবিভাবকের নিয়েও স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন কুইজের আয়োজন করেন।
খেলায় অংশগ্রহণকারী, বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলের সভাপতি ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও পুনাক সভানেত্রী (পুলিশ সুপার পত্নী) মিসেস নাদিয়া আফরোজ। এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের খেলা -ধুলার প্রতিযোগিতা উপভোগ করেন…..
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,পুনাক পুলিশ সুপার পত্নী মিসেস নাদিয়া আফরোজ,সাতক্ষীরা পুনাক সহ-সভানেত্রী,হেড কোয়াটার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ডিএসবির সহকারী পুলিশ সুপার মোঃসাইফুল ইসলাম,জেলা অপারেশন কট্রোলের পরিদর্শক আজম খান সহ পুনাকের সকল সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী,অভিভাবক প্রমুখ উপস্থিত ছিলেন।