নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল দশটায় সাতক্ষীরা জেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীর বাসভবনে জেলা বিএনপির আগামী ৯ ও ১৪ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব লাবসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর আলিম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্রো, জেলা জাসাসের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক সাইফুল ইসলাম বাবলু ,মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা সালেকা হক কেয়া, ছাত্রদল নেতা অর্ঘ, শাহিনুর রহমান, আয়ুব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত প্রস্তুতি সভায় দলীয় সকল কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।