নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর সৌজন্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সুলতানপুর দক্ষিণপাড়া বায়তুল্লাহ জামে মসজিদ চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান, সুলতানপুর দক্ষিণপাড়া বায়তুল্লাহ জামে মসজিদের সভাপতি আলহাজ মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব এরশাদ আলী খোকা, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, সহ কোষাধ্যক্ষ ও সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন সভাপতি প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, মসজিদের মোয়াজ্জিন মাওলানা ইয়াসিন আরাফাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সুলতানপুর ও সাহাপাড়া এলাকার মুসলমান, খ্রিস্টান ও সনাতন ধর্মের অর্ধ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার প্রয়াত সংগ্রামী সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ এর ১ ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মানবিক যুবনেতা,সাবেক সদস্য,বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সহসম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ জি.এম. ওয়াহিদ পারভেজ এর আয়োজনে ১ লা ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার সুলতানপুর তার নিজস্ব বাসভবন পার্কহাউজে বাদ যোহর দোয়া অনুষ্ঠান এবং অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।