প্রেস বিজ্ঞপ্তি:
১৩ মার্চ ২০২৩ সোমবার সন্ধ্যা ৭টায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জেলা শহরে বসবাসরত নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা শাখার সভাপতি/সাধারণ সম্পাদকদের এক যৌথসভা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম বলেন, স্বাধীনতার মাস মার্চ মাস। এই মাসের ১৭ তারিখে হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। এই মাসের ৭ তারিখে তৎকালিন ঢাকার রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ২৫ মার্চ হানাদার পাকিস্তানী বাহিনী বর্বর হামলা করে গণহত্যা শুরু করেছিলেন। আজ ২৬ মার্চ মহান নেতা গ্রেফতার হওয়ার পূর্বে স্বাধীনতার ঘোষনা করেছিলেন। তাই প্রতিটি বাঙালি এই দিবসগুলো অত্যান্ত শ্রদ্ধার সাথে পালন করে।
যৌথসভায় আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, কৃষি সমবায় সম্পাদক মুনসুর আহমেদ, শিল্প বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, প্রচার সম্পাদক এড. অনীত মুখার্জি, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেজুতি, স্বাস্থ্য সম্পাদক ডা: সুব্রত ঘোষ, উপ-দপ্তর সম্পাদক আসাদুজ্জামান লিটু, নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, শেখ আব্দুর রশিদ, শাহাজান আলী, সাহাদাত হোসেন, এড. জিয়াউর রহমান বাচ্চু, মনিরুল ইসলাম হোসেন মাসুম, আসাদুজ্জামান অসলে, মীর মোশাররফ হোসেন মন্টু, নাজমুন নাহার মুন্নি, মাহফুজা সুলতানা রুবি, ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, শ্রমিকলীগের আহবায়ক আব্দুল্লাহ সরদার, কৃষকলীগের সহ-সভাপতি এড. আল মাহমুদ পলাশ, মৎস্যজীবীলীগের সভাপতি মীর শাহীন, তৌহিদ হাসান ও জিল্লুর রহমান, তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, যুব মহিলালীগের সহ-সভাপতি নাহিদা পারভীন পান্না, সাধারণ সম্পাদক সীমা সিদ্দিক, যুবলীগের উজ্জল হোসেন ও কামরুল ইসলাম, মহিলা শ্রমিকলীগের হুমায়রা বেগম।
যৌথসভায় ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন উপলক্ষে সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ ও বিকাল ৪টায় সদর উপজেলা মিলনায়তনে কেক কাটা ও আলোচনাসভা। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাত ১২.১ মিনিটে মোমবাতী প্রজ্জ্বলন। সার্বিক ব্যবস্থাপনায় কাজী আক্তার হোসেন ও এড. অনীত মুখার্জি। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন ও সকাল ১১টায় সাতক্ষীরা পিএন হাইস্কুল চত্বরে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে বিশেষ করে পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগের শহরতলীর সকল নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে স্ব স্ব ব্যানার সহকারে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।