জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি “সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শিক্ষা প্রকৌশল, এলজিইডি, বাইপাস, বিশ্ববিদ্যালয় ও পৌরসভার উন্নয়ন চলমান অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।” সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ-আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক শেখ মো. হাশেম আলী, জেলা মার্কেটিং অফিসার মো. আব্দুল্লাহ প্রমুখ। এ সময় জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।