
প্রেস বিজ্ঞপ্তি: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট শনিবার সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে বাদ আসর চেম্বার ভবনে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সিনিয়র সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, সহ-সভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, পরিচালক শেখ কামরুল হক চঞ্চল, মো. মশিউর রহমান সহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহম্মদ ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।